ন্যাভিগেশন মেনু

প্রকাশিত হচ্ছে নায়লা নাঈমের জীবনীভিত্তিক বই


দেশের মডেলিং জগতের আলোচিত মডেল নায়লা নাঈম। খোলামেলা ছবি ও ভিডিও দিয়ে দেশ ও দেশের বাহিরেও সমানভাবে পরিচিত পেয়েছেন। তাকে ঘিরে মুখরোচক খবরের অভাব নেই। পর্দা কিংবা ব্যাক্তি দুই জীবন নিয়েই খবরের শিরোনামে আসেন তিনি।

এবার নায়লা নাঈমের জীবনী নিয়ে বই লিখেছেন চলচ্চিত্র পরিচালক আহমেদ সাব্বির। জীবনীভিত্তিক এই বইটির নাম ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান’। এটি প্রকাশ করছে গ্রন্থিক নামক একটি প্রকাশনা সংস্থা। আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে এই বইটি। 

নায়লা নাঈম নিজের ব্যাপারে খুব কমই বলেছেন নিজ মুখে। বায়োগ্রাফিতে সেই সব না বলা কথাগুলো উঠে এসেছে খুব সাবলীল ভাবে। নায়লা নাঈমের ব্যাক্তিগত ও পেশাগত জীবনের ঘটনার অন্তরালের ঘটনাগুলো স্থান পেয়েছে ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান’-এ। “গ্রন্থিক প্রকাশন” থেকে গতবছর নায়লা নাঈমের অনুমতি সাপেক্ষে তার রেকর্ডকৃত বক্তব্যের ভিত্তিতে লেখা বইটি গত বইমেলায় প্রকাশ পাবার কথা থাকলেও নানা জটিলতায় তখন প্রকাশ করা সম্ভব হয়নি। ইংরেজিতে অনুদিত "নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান" আগামী বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পাঠকের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বই সম্পর্কে প্রকাশক আব্দুর রাজ্জাক রুবেল জানান, ‘নায়লা নাইম আমাদের সময়ে একটি আলোচিত নাম। মিডিয়া জগতের পাশাপাশি সাধারন মানুষের মনেও নায়লা নাঈমকে নিয়ে রয়েছে বিশেষ কৌতুহল। আরও অনেকের মতো সেই কৌতূহল আমারো ছিল, বইটি প্রকাশের ব্যাপারে আমাকে তার সাথে দেখা করতে হয়েছিল। প্রথম সাক্ষাতেই যতটুকু বুঝতে পেরেছি- তিনি একজন আন্তরিক, বিনয়ী ও মানবিক গুন সম্পন্ন মানুষ। তাকে নিয়ে সৃষ্ট মিথগুলোর কারণ বুঝতে চেস্টা করেছি। আমরা গ্রন্থিক প্রস্কাশন মনে করি এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকার পাশাপাশি প্রয়োজন সকলের কন্ঠস্বর বহন করার মতো প্রকাশনী। আশা করছি বইটি পাঠকের কৌতূহলী মন’কে তৃপ্ত করবে। আরো ভালো ভাবে বুঝতে সহায়তা করবে নায়লা নাঈম-এর জীবন ও চিন্তাকে ।’

লেখক আহমেদ সাব্বির জানান, ‘বইটিকে নায়লা নাঈমের জীবনী বলা হলেও পুরো জীবন ওঠে আসেনি। পুরোপুরি জীবনীগ্রন্থ না বলে নায়লার ‘পার্শিয়াল বায়োগ্রাফি’ বলতে পারেন। এখানে বেশি উঠে এসেছে তার পেশাগত জীবন, ব্যক্তিজীবনের সম্পর্ক, অল্প একটু অতীত। আমাদের ইচ্ছে পার্ট টু ও থ্রি করে বাকি সব তুলে আনার।’

বইয়ের প্রথম পাতায় থাকবে নায়লা নাঈমের হাতে লেখা শুভেচ্ছা বার্তা। তার অনুমতি সাপেক্ষে রেকর্ডকৃত বক্তব্যের ভিত্তিতে লেখা বইটি মোট ২০টি অধ্যায়ে বিন্যাস্ত। এতে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে।

ওআ/