ন্যাভিগেশন মেনু

প্রণব মুখার্জীর প্রয়াণে ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক, আজ শেষকৃত্য


ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে ভারতীয় রাজনীতি ও প্রশাসনিক জগতে এক যুগের অবসান ঘটলো। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আজ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আজই সম্পন্ন হবে শেষকৃত্য।

নিয়ম অনুযায়ী ভারতে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু হলে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। সেই মতো সোমবার ৩১ আগস্ট থেকেই শুরু হবে সেই সাতদিন। চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে ভারতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে সরকারি উদ্যোগে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত দফতরে আজ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার প্রণববাবুর শেষকৃত্য সম্পন্ন না হয়ে তা অন্য কোন দিন হলে তবে ওই দিনও সরকারিভাবে সমস্ত দফতর ছুটি থাকবে। ১ সেপ্টেম্বর পুলিশ দিবস ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতির রাষ্ট্রীয় শোক শেষ হওয়ার পর তাঁর সম্মানার্থে পুলিশ দিবস উদযাপন হবে ৮ সেপ্টেম্বর।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য কবে ও কোথায় হবে, তা পরে জানানো হবে। তবে প্রাক্তন রাষ্ট্রপতির দফতর সূত্রে জানানো হয়েছে, কভিড-১৯ প্রোটোকল মেনে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাঁর মরদেহ রাজাজি মার্গের বাসভবনে শায়িত রাখা থাকবে। দুপুর আড়াইটা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে।

গত ৯ অগাস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব মুখার্জী। এতে তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে বলে জানতে পারেন ডাক্তাররা। এরপরই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই তাঁর অবস্থা সংকটজনক বলে জানা যায় হাসপাতাল সূত্রে। পাশাপাশি তিনি করোনা আক্রান্ত ছিলেন বলে ট্যুইট করে নিজেই জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি।

২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়।

এডিবি/