ন্যাভিগেশন মেনু

প্রথমবার মাফ পেয়েও ফের বলাৎকার, অতপর শ্রীঘরে


সুশ্রী চেহারার একজন মাদ্রাসা শিক্ষক। কিন্তু মনের ভেতরে পাপ। তার নজর কেবল বালকদের প্রতি।

আবু মুসা নামের মাদ্রাসা শিক্ষক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের হেফজখানার শিশুদের পড়াতেন। দীর্ঘদিন আগে এক শিশুকে বলাৎকার করেছিলেন তিনি।

সেবার হাতে পায়ে ধরে মাফ চেয়েছিলেন। ক্ষমা করে দিয়েছিলেন এলাকাবাসী। ফের একই অপরাধ করলেন। শনিবার বিকেলে ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন তিনি।

ভুক্তভোগী বাড়ি ফিরে নিজের দাদাকে ঘটনা বলে দেয়। বলাৎকারের ঘটনা গ্রামে জানাজানি হয়ে গেলে স্থানীয়রা আবু মুসাকে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেয়। শনিবার রাত ১১টার দিকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

আজ রবিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছে শিশুটির পরিবার।আবু মুসা আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। তিনি একজন হাফেজ।

বেলগাছি জামে মসজিদে নামাজ পড়ান ও হেফজখানায় শিশুদের পড়াতেন তিনি। পোয়ামারী মাদ্রাসায় শিক্ষকতাও করতেন তিনি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগির কবীর বলেন, ‘গতরাতে অভিযুক্ত মাদ্রারাসা শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু মুসা তার অপরাধের কথা স্বীকার করেছে। 

এস এস