ন্যাভিগেশন মেনু

নাইট ক্লাব থেকে গ্রেফতার সুরেশ রায়না


মুম্বইয়ে গ্রেফতার হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তাঁর সঙ্গে গ্রেফতার হলেন গায়ক গুরু রনধাওয়া এবং হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। মুম্বইয়ের ড্রাগন ফ্লাই ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁদের।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ ডিসেম্বর) মুম্বই বিমানবন্দরের কাছে অবস্থিত ড্রাগনফ্লাই ক্লাবে গভীর রাতে হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকেই মোট ৩৪ জনকে গ্রফতার করে পুলিশ। যাঁদের মধ্যে রায়না ছাড়াও রয়েছেন গায়ক গুরু রানধাওয়া, হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানের মতো সেলেবরা। যদিও পরে তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

শোনা যাচ্ছে গায়ক বাদশাও সেখানে উপস্থিত ছিলেন। তবে পুলিশ হানা দেওয়ার সময় তিনি পিছনের জরজা দিয়ে বেরিয়ে যান।

আন্ধেরির জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের এই নাইট ক্লাবে রাত ২টা ৩০ মিনিট নাগাদ হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকে ৭ জন ক্লাব কর্মী-সহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়। ভারতীয় দন্ডবিধির ১৮৮ নম্বর ধারা ছাড়াও বম্বে পুলিশ আইন ও মহামারি আইনে এফআইআর দায়ের করা হয়ে ধৃতদের বিরুদ্ধে।

কোভিড নিময় না-মেনে অনুমতির সময় অতিক্রান্ত হওয়ার পরও ক্লাবে এক সঙ্গে ছিল অভিযুক্তরা৷ গোপনে খবর পেয়ে ড্রাগনফ্লাই পাবে তল্লাশি চালিয়ে এদের গ্রেফতার করে পুলিশ৷ সোমবারই মহারাষ্ট্র সরকারের তরফে মিউনিসিপল কর্পোরেশন এলাকায় নাইট কারফিউ জারি করা হয়েছে৷ সম্প্রতি ব্রিটেনে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পরার পর সর্তকতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে ব্রিটেনের সঙ্গে সবধরণের বিমান চলাচল বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয় হয়েছে৷

ওআ/