ন্যাভিগেশন মেনু

দেশের অর্থনীতিতে ব্লু ইকোনমি বিশাল সম্ভাবনা হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী


মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংকট কাটিয়ে উঠতে দেশের অর্থনীতিতে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি একটি বিশাল সম্ভাবনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) করোনা পরবর্তী যুগে ব্লু অর্থনীতি: সাময়িক পরিস্থিতিগুলোর জন্য পুনর্বিবেচনার কৌশল বিষয়ক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএমইউ) রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল এ সেমিনারের সভাপতিত্ব করেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসে বিশ্ব সভ্যতার অগ্রগতিতে স্থিরতা এসেছে। বিশ্ব বাণিজ্য একটি অনিশ্চিত অর্থনৈতিক অন্ধকার ও মন্দার পূর্বাভাস দিয়েছে। এ সময় সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়াতে আমাদের মহাসাগরও অন্যতম উৎস হতে পারে। সুতরাং, মহামারির বিরূপ প্রভাবগুলো কাটিয়ে ওঠার জন্য নীল অর্থনীতি সর্বাধিক ব্যবহার আমাদের পদক্ষেপগুলোর মূল চাবিকাঠি।’

তিনি আরও বলেন, ‘মহাসাগর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি ইঞ্জিন এবং খাদ্য সুরক্ষার মূল উৎস। জনসংখ্যা বৃদ্ধি, জলের অপব্যবহার, কাঁচামালের জন্য বৈশ্বিক প্রতিযোগিতা, খাদ্য চাহিদা, জলের ঘাটতি, সামুদ্রিক সুরক্ষা,জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক দূষণ সম্পর্কিত নানা চ্যালেঞ্জ এবং অন্যান্য ভূ-অর্থনৈতিক এবং ভূ-কৌশলগত কারণগুলোর জন্য নীল অর্থনীতির ধারণাটি গ্রহণের মাধ্যমে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সম্পদ দক্ষতার পথে বিশ্ব অর্থনীতির একটি জরুরি পরিবর্তনের প্রয়োজন।’

ওয়াই এ/এডিবি