ন্যাভিগেশন মেনু

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারের জ্বালানী প্রতিমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানী প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সফররত কাতারি জ্বালানী প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি।

তিনি বলেন, ‘আপনাদের যত উন্নতি তত বেশি শক্তি দরকার। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কাতারের সমর্থন অব্যাহত থাকবে। তাই আমরা দু’দেশ পারস্পারিক স্বার্থে বাংলাদেশের জ্বালানী ও বিদ্যুৎ খাতে কাজ করতে আগ্রহী।’

এছাড়া কাতারের প্রতিমন্ত্রী আরো বলেন, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল- এর আগে তারা আরো বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মূখ্য সচিব মো. নজিবুর রহমান ও ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল-দেহাইমি।

এমআইআর / এস এস

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.ajkerbangladeshpost.com