ন্যাভিগেশন মেনু

বিদ্যুৎখাতে অটোমেশন দ্রুত করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


গ্রাহকসেবা নির্বিঘ্ন করতে বিদ্যুৎখাতে অটোমেশন দ্রুত করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (১৯  ডিসেম্বর) বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের (বিপিইএমসি) স্মার্ট প্রিপেইড মিটার উৎপাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।

এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎখাতে সহজে ব্যবহারযোগ্য প্রযুক্তি সংযোজন করা উচিত। গ্রাহকসেবা নির্বিঘ্ন করতে বিদ্যুৎখাতে অটোমেশন দ্রুত করতে হবে। স্মার্টমিটার গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সচেতন ও সাশ্রয়ী করবে।’

তিনি বলেন, ‘স্মার্ট প্রিপেইড মিটারের গুণগত মান ঠিক রেখে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করতে হবে। মিটার প্রস্তুত করার সঙ্গে সঙ্গে অন্যান্য ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স গেজেট ও যন্ত্র তৈরির প্রতিও দৃষ্টি দেওয়া প্রয়োজন। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, গ্রাহকরা যেনো চাহিদামতো বিক্রয়োত্তর সেবা পান।’

এমআইআর/এডিবি