ন্যাভিগেশন মেনু

প্রকল্পের মেয়াদ ও টাকা বাড়ানোর ধারা বন্ধ করুন: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার সংশোধন, আবার টাকা বাড়ানো– এ ধরনের ধারা বন্ধ করুন। প্রকল্প যে সময়ে নেবেন, সেই সময়ে শেষ হওয়া উচিত। সময় আরও বাড়িয়ে নিয়ে আসেন, ব্যয়ও আরও বাড়িয়ে নিয়ে আসেন এটা হতে পারে না।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যোগ দেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সভা শেষে  পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন।

একনেক সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ (জেড-৮৭০১)’ প্রকল্পের প্রথম সংশোধনী আনা হয়েছে। এতে ৪৪ কোটি ৫৭ লাখ টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পের মূল খরচ ১০৪ কোটি ৭৭ লাখ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৪৯ কোটি ৩৪ লাখ টাকা।  মেয়াদও বাড়ানো হয়েছে। ২০১৭ সালের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পটি ২০১৮ সালের ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। এখন এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

প্রকল্পটির প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে শামসুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী এখানেও বলছেন, ২০১৭ সালে এক বছরের জন্য প্রকল্প নিলেন, এই প্রকল্প এতদিন লাগা উচিত হয়নি। এটা তো পুরনো সড়ক ছিল। এটা তো আপনারা তুলে ফেলতে পারতেন। এত দীর্ঘ সময় কেন লাগলো? তিনি আরও বলেছেন,  এখন ২০২১ সাল পর্যন্ত সময় নিয়েছেন, এটাই শেষ। এরপরে আর বাড়াতে পারবো না। যখন যে প্রকল্প হবে, তা যথাসময়ে শেষ করবেন।’ প্রধানমন্ত্রী যথেষ্ট জোরের সঙ্গেই একই কথা বলেছেন।’

ওআ/