ন্যাভিগেশন মেনু

প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি


প্রবীণ চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ধুমজ্বর আর তীব্র শ্বাসকষ্টে বুধবার সকালে কাহিল হয়ে পড়েছিলেন তিনি।

 ৮৬ বছরের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে তার পরেই ইএম বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে, শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ সৌমিত্রকে ভর্তি করানো হয়। আইসিইউ-এ কড়া নজরদারির মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক সুনীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক দল ডাক্তার তাঁর চিকিৎসা করছেন।

সৌমিত্রবাবু ‘ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়অর্ডার’ বা ফুসফুসের সমস্যার শিকার। নিউমোনিয়ারও লক্ষণ আছে ডান দিকের ফুসফুসে। প্রবীণ শিল্পীকে ঘণ্টায় ঘণ্টায় নেবুলাইজ়েশনের মধ্যে রাখা হচ্ছে।

নবান্নে মুখ্যমন্ত্রীর দফতর থেকে এ দিন দফায় দফায় হাসপাতালে ফোন করে অসুস্থ শিল্পীর খোঁজ নেওয়া হয়েছে বলে জানান পরিবারের লোকজন।

আরো পড়ুন :

৩ নায়িকা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন হিরো আলম, মুক্তি পাবে শিগগিরই

সৌমিত্রবাবুর মেয়ে পৌলোমী বসু বলেন, ‘‘বাবার শরীরটা সকালে খুবই খারাপ হয়েছিল। এখন তার থেকে অনেক ভাল আছেন। এদিন  বিকেলে মা দীপা চট্টোপাধ্যায় গিয়েছিলেন।  তখন খানিক ক্ষণ কথাও বলেছেন।’’

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। প্রবীণ অভিনেতার বয়েসের কথা মাথায় রেখে শরীরে অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।

ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্যে চারজনের একটি টিম তৈরি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানয়, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

এস এস