ন্যাভিগেশন মেনু

প্রযুক্তি নির্ভরে কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করছে সরকার: পলক


লালমনিরহাট থেকে সংবাদদাতা: `লক্ষ লক্ষ উদ্যোক্তা সৃষ্টির মধ্য দিয়ে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করছে সরকার।‘

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট হাইটেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী বছরেই দেশের প্রতিটি জেলায় হাইটেক পার্ক নির্মাণ করে লক্ষ লক্ষ উদ্যোক্তা সৃষ্টির মধ্য দিয়ে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করছে সরকার।’

তিনি বলেন, ‘বিলুপ্ত ছিটমহলবাসী এখন থেকে প্রযুক্তির মাধ্যমে ই-মার্কেটিংয়ের সুবিধা পাবেন। সরকারের আইসিটিখাতে এই অভাবনীয় সাফল্য মুজিববর্ষেরই উপহার।’

এ সময় তাঁর সঙ্গে ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ওআ/এডিবি

সম্পর্কিত বিষয়: