ন্যাভিগেশন মেনু

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার দুর্ঘটনায় ৫ জন নিহত


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (৪ আগস্ট) দেশটির নৌবাহিনী জানায়, এ সপ্তাহের গোড়ার দিকে ক্যালিফোর্নিয়ার উপকূলে হেলিকপ্টার দুর্ঘটনার উদ্ধার অভিযানের সময় নিখোঁজ ৫ জন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, 'যুক্তরাষ্ট্র নৌবাহিনীর MH-60S হেলিকপ্টারে নিখোঁজ হওয়া পাঁচ ক্রুকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের থার্ড ফ্লিট তাদের তল্লাশি ও উদ্ধার অভিযানকে পুনরুদ্ধার অভিযান হিসাবে ঘোষণা করছে।'

ভয়েস অব আমেরিকা জানায়, নৌবাহিনী সূত্রে জানানো হয়, হেলিকপ্টারটি যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন থেকে গত মঙ্গলবার নিয়মিত উড্ডয়নের পর সান দিয়েগো উপকূল থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে প্রশান্ত মহাসাগরে দুর্ঘটনায় বিধস্ত হয়।

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর থার্ড ফ্লিট জানায়, একজন ক্রুর দেহ তারা উদ্ধার করতে সমর্থ হয়েছে।

নৌবাহিনী জানায়, নিকট পরিজনদের কাছে না জানানো পর্যন্ত এই নিহত ক্রুদের পরিচয় প্রকাশ করা হবে না।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নৌবাহিনী।

এডিবি/