ন্যাভিগেশন মেনু

জাতীয় অর্থ বাজেট ২০২১-২০২২

প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ২৬ হাজার ৩১১ কোটি টাকা


আগামী অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

যা ২০২০-২১ অর্থবছরের চেয়ে ১ হাজার ৩৭৪ কোটি টাকা বেশি। ২০২০-২১ অর্থবছরের প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে সংসদে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন। বাজেট অধিবেশনে তিনি বলেন, ‘দেশে শিক্ষার বাইরে আছেন এমন নিরক্ষর ব্যক্তিদের চিহ্নিত করে তাদের জন্য মোটিভেশনাল এবং সেনসিটাইজেশন কার্যক্রম গ্রহণের প্রচেষ্টা নেওয়া হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা খাতের মূল লক্ষ্য হবে উক্ত ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়াদি যেমন স্বাস্থ্য সেবা বিষয়ক তথ্য, স্বাস্থ্যবিধি মেনে চলা, কোয়ালিটি অফ লাইফ, যথোপযুক্ত শিক্ষার গুরুত্ব অত্যাধিক সম্পর্কে সেনসিটাইজেশন করা এবং তাদেরকে অনুপ্রাণিত করা।’

এমআইআর/ওআ