ন্যাভিগেশন মেনু

প্রাথমিক শিক্ষকদের ৩ বছর পর পর বদলির পরিকল্পনা


প্রাথমিক স্কুলের শিক্ষকদের একই স্কুলে সারাজীবন চাকরির সুবিধা আর থাকছে না। এ জন্য তৈরি হচ্ছে নতুন নীতিমালা।

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে প্রতি ৩ বছর পরপর বদলি হতে হবে। তবে শিক্ষকদের ভোগান্তি এড়াতে একই উপজেলার কাছাকাছি স্থানে বদলি করা হবে।

এ জন্য একটি প্রস্তাব তৈরি করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

নতুুন এই নিয়মে চালু হলে শিক্ষকদের কর্মস্পৃহা বাড়বে বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ৩ বছর পরপর এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি করা হবে। 

তবে এটি তিন বছর না হয়ে ৫ বছরও নির্ধারণ করা হতে পারে বলেও জানান সচিব আকরাম আল হোসেন।

এডিবি/