NAVIGATION MENU

প্রিন্স অব ওয়েলস দ্বীপে রহস্যময় প্রাণী


এবার আলাস্কার উপকূলে প্রিন্স অব ওয়েলস দ্বীপে ধরা পড়েছে এক রহস্যময় প্রাণী।  অনেকের ধারণা, এটি ভিনগ্রহের প্রাণী

ফেসবুকে একটি পেজ,‘সারাহ ভাসের-অ্যালফোর্ড’-এ ভিডিওতে পোস্ট হওয়ার পর ভাইরাল হতে সময় নেয়নি।

২৬ সেকেন্ডের ভিডিওটি গত ১৫ আগস্ট পোস্ট হয়েছে গণমাধ্যমে। ভিডিওতে দেখা যায়,কমলা রঙের একটি অক্টোপাসের মতো প্রাণী নড়াচড়া করছে।

অক্টোপাসের মাত্র পাঁচটি পা থাকে, তবে এই প্রাণীটির ক্ষেত্রে তার থেকে বেশি রয়েছে। গাছের শেকড়ের মতো অনেকগুলো পা-ই শুধু নয়, তারও রয়েছে অনেক  শাখা-প্রশাখা। তা থেকে আবার বেরিয়েছে আরও একাধিক শুঁড়। এরপর সেগুলো থেকেই সরু সরু আরও অংশ বেরিয়েছে।

ভিডিওতে এক ব্যক্তি হাতে ধরে রেখেছেন প্রাণীটিকে। আর শেকড়ের মতো এই শুঁড়গুলো নড়াচড়া করছে। ওই ব্যক্তি প্রাণীটির উপর ও নীচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, এটি আসলে একটি ‘বাস্কেট স্টার’ বা ঝুড়ির মতো দেখতে তারা মাছ। এগুলো সম্ভত সমুদ্রতলে আটকে থাকে। আটকে থাকার জন্য এর শুঁড়গুলো ব্যবহার করে।

প্রিন্স অব ওয়েলস দ্বীপে মাছ ধরার সময়ে এই প্রাণীটিকে পাওয়া যায়। তারপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়। ভিডিওটি ১২ লাখের বেশি বার দেখা হয়েছে। লাইক পড়েছে প্রায় তিন হাজার।

১৯ হাজার শেয়ার হওয়ার পাশাপাশি প্রচুর কমেন্টের ঝড় বইছে। অনেকেই কমেন্টে লিখেছেন, একে পানিতে ফিরিয়ে দিন, না হলে ও নিঃশ্বাস নিতে পারবে না।

উল্লেখ্য, ভিডিওর পোস্টে লেখা হয়েছে, ‘কোনো ক্ষতি না করেই প্রাণীটিকে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে’ ।


ওয়াই এ / এস এস