ন্যাভিগেশন মেনু

ফতুল্লায় দেশিয় অস্ত্রসহ ১১ ডাকাত আটক


নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্রসহ ১১ ডাকাতকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাকু, সুইচ গিয়ার ও লোহার পাইপসহ নানা ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাতে তাদের ফতুল্লার নন্দলালপুর মেডিক্যাল রোড এলাকা থেকে আটক করা হয়।

আটকরা হলো, ফতুল্লা নয়ামাটি এলাকার স্বাধীন ওরফে জয় (২৫), নন্দলালপুরের সুজন (২৭), একই এলাকার জোনায়েদ হোসেন (২৭), শাহিন চৌধুরী (২২), নকিবুল ইসলাম অনি (২৫), হাসান (২৫), আরিফুল ইসলাম (২০), পাপ্পু মিয়া (২৩), মো. রানা (২৮), ফজলে রাব্বি (২১) ও নাঈম হোসেন নিলয় (২০)।

র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি দল মঙ্গলবার রাত আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানার নন্দলালপুর মেডিক্যাল রোডে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তিনি আরও জানান, আটকরা এলাকায় সংঘবদ্ধ হয়ে ডাকতির পাশাপাশি চাঁদবাজি, ছিনতাই, অস্ত্রের মহড়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়দের আতঙ্কিত করে রেখেছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে র‍্যাব বাদি হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে।

সিবি/এডিবি/