ন্যাভিগেশন মেনু

ফাইজারের টিকা আসছে ৩১ মে রাতে


করোনাভাইরাস সংক্রমণ রোধে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আসছে সোমবার।

সোমবার (৩১ মে) রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

খুরশীদ আলম বলেন, 'আজ রাতেই আশা করছি টিকা চলে আসবে। ওরা (কোভ্যাক্স) আমাদের ফ্লাইটের যে ইটিনারি দিয়েছিল, সেই হিসাব অনুযায়ী গতকাল (রবিবার) সন্ধ্যায় টিকা আসার কথা ছিল। কিন্তু রাতে আমাকে আবার জানালো যে, ওদের হিসাবে গণ্ডগোল হয়েছে।'

তিনি বলেন, 'আজ রাতে টিকা এলেও সময়টার ব্যাপারে এখনও নিশ্চিত করে বলতে পারছি না। তবে রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসার কথা রয়েছে।'

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, 'আজ ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান দেশে এসে পৌঁছাবে। তবে, এগুলো কাদের দেওয়া হবে, তা এখনো ঠিক করা হয়নি। প্রাথমিকভাবে এই টিকাগুলো রাজধানীতে সরকারি সংরক্ষণাগারে রাখা হবে।'

গত বৃহস্পতিবার (২৭ মে) দেশে চতুর্থ টিকা হিসেবে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের টিকা।

এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি এবং চিনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

এস এ/এডিবি/