ন্যাভিগেশন মেনু

এবার ফাইভ-জি নেটওয়ার্ক এভারেস্টে


মাউন্ট এভারেস্টে বিশ্বের সবচেয়ে বড় ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপন শেষ করার ঘোষণা দিয়েছে  হুয়াওয়ে ও চায়না মোবাইল কোম্পানি।

চায়না মোবাইল হংকং (সিএমএইচকে) ও ফেসবুকে যৌথভাবে এটা স্থাপন শেষ করার ঘোষণা দেন।

হুয়াওয়ে ও চায়না মোবাইল কোম্পানি বলছে, ‘এটা বিশ্বের সবচেয়ে বড় ফাইভ-জি অ্যান্টেনা। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৬ হাজার মিটার উপরে মাউন্ট এভারেস্টে সফলভাবে ফাইভ-জি স্টেশন স্থাপন করা হয়েছে। আর এই নেটওয়ার্ক স্থাপনে আট টন ওজনের সরঞ্জাম কয়েকটি পোষা বুনো ষাঁড়ে বহন করে নিয়ে যাওয়া হয়েছে। পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে এসব ষাঁড় হিমালয় অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। এদের সাধারণত ইয়াকস বলা হয়।’

হুয়াওয়ে ও চায়না মোবাইল কোম্পানি আরও বলছে, এটি ‘পর্বতারোহী বন্ধুদের’ যোগাযোগ আগের থেকে আরও সহজ করে দেবে। ৫ হাজার মিটার উচ্চতায় এভারেস্টের বেস ক্যাম্পে এবং ৫ হাজার ৮০০ মিটার উচ্চতায় একটি ট্রানজিশন ক্যাম্পে তিনটি ফাইভ-জি স্টেশন নির্মিত হয়েছে।

এবার ফের সাড়ে ৬ হাজার উচ্চতায় আরও দুটি স্টেশন স্থাপন করা হলো। যার ফলে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় সিগন্যাল পেতে আরোহীরা সক্ষম হবে।

এ বিষয়ে হুয়াওয়ে বলছে, প্রকল্পের অংশ হিসেবে প্রায় ২৫ কিলোমিটার ফাইবার অপটিক কেবল স্থাপন করা হয়েছে। এই প্রযুক্তি এভারেস্টের চরম পরিবেশের জন্য উপযুক্ত করে বানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, পর্বতারোহী, বিজ্ঞানী ও এই অঞ্চলে কর্মরত অন্যান্য বিশেষজ্ঞদের জন্য ফাইভ-জি নেটওয়ার্ক কাজে ব্যাপকভাবে সহায়তা করবে।

ওয়াই এ/ ওআ