ন্যাভিগেশন মেনু

ফাহাদ হত্যার চার্জশিট দ্রুতই : মনিরুল


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় করা মামলার চার্জশিট শিগগিরই দেওয়া হবে।

এ কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এ মামলায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা।

শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ‘আবরার হত্যাকাণ্ডের জন্য ছাত্র রাজনীতি না মূল্যবোধের অবক্ষয় কোনটি দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু রীতিনীতি আছে। সেগুলো মানতে হয়। হত্যাকাণ্ড, বড় যে কোনো ধরনের অপরাধের সঠিক তথ্য থাকলে পুলিশ ঘটনাস্থলে যেতে পারে। কিন্তু টহল পুলিশের কাছে তেমন কোনো সঠিক তথ্য ছিল না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ওআ/ এস এস

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - Ajker Bangladeshpost