ন্যাভিগেশন মেনু

ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর সাকিবের


ফিটনেস টেস্টে ১৩ দশমিক ৭ স্কোর নিয়ে উত্তীর্ণ হয়েছেন সাকিব, যা এখন পর্যন্ত দলের সবার থেকে বেশি।

বুধবার (১১ নভেম্বর) সকালে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেইনার তুষার কান্তি হাওলাদার।

গত কয়েকদিন ধরেই বিপ টেস্ট দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। নাসির হোসেন, সোহাগ গাজীদের মতো অনেকেই পাস করতে পারেনি। এর আগে, ১৩ দশমিক ৬ স্কোর গড়েছিলেন পেসার মেহেদী হাসান। তবে সাকিবের ফিটনেস খুব ভালো অবস্থায় আছে বলে জানিয়েছেন ফিটনেস ট্রেইনার।

এর আগে, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসরা ১১-এর ওপর স্কোর নিয়ে উতরে গেছেন ফিটনেস টেস্ট।

প্রসঙ্গত, জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব আইসিসি ও বিসিবির কাছে গোপন রাখার দায়ে ২০১৯ সালের ২৮ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিবকে ১ বছরের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা প্রধান করে।

এ বছরের ২৯ অক্টোবর শেষ হয়েছে সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা। করোনা মহামারির শুরু থেকে সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। করোনার কারণে তিনি একা নন, দুনিয়ার সব ক্রিকেটারই ক্রিকেট থেকে দূরে ছিল।

এমআইআর/এডিবি