ন্যাভিগেশন মেনু

ফিনল্যান্ডে মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স বোর্ডের সদস্য হলেন মবিন


জামান সরকার, ফিনল্যান্ড থেকে: ফিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর এসপো সিটি কাউন্সিলের ২০২১-২০২৬ মেয়াদে মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি বোর্ডের নির্বাহী সদস্য হলেন নির্বাচিত ডেপুটি কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভোত ফিনিশ নাগরিক মবিন মোহাম্মদ৷

গত শুক্রবার (২০ জুন) এসপো সিটি কাউন্সিল কনফারেন্সে তিনি সর্বসম্মতিক্রমে এ পদে নির্বাচিত হন তিনি।

সিটি মেয়রের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি বোর্ড সিটি কাউন্সিলের একটি বিশেষায়িত সংস্থা, যা সিটি কাউন্সিলগুলিতে বহুসংস্কৃতি কার্যক্রম পরিচালনা, প্রসার ও উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে।

এ পদে মনোনীত হওয়ায় মবিন মোহাম্মদ অন্যান্য বোর্ডের নির্বাহী সদস্যের সঙ্গে নীতি ও নির্বাহী পর্যায়ে বহুসংস্কৃতি কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ বোর্ডের প্রশাসনিক দিকগুলো তদারকিতে নেতৃত্ব দেবেন।

এবার এসপো সিটি কাউন্সিলে মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি বোর্ডের নির্বাহী সদস্য পদে আবির্ভূত হয়ে মবিন আবারও অভিবাসী সমাজে আলোড়ন সৃষ্টির করলেন বলে মন্তব্য করছে স্থানীয় গণমাধ্যম। কারণ এর আগে কোনও অভিবাসী এসপো সিটি কাউন্সিলের মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি বোর্ডের নির্বাহী সদস্য মনোনীত হয়নি।

উল্লেখ্য, গত ১৩ জুন অনুষ্ঠিত ফিনল্যান্ডে সিটি কাউন্সিল নির্বাচনে ন্যাশনাল কোয়ালিশন পার্টির মনোনয়নে এস্পো থেকে ডেপুটি কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিনিশ নাগরিক মবিন মোহাম্মদ।

 ২ লাখ ৯২ হাজার ৭৯৬ জনসংখ্যা অধ্যুষিত এই এসপো সিটির আয়তন ৫২৮ বর্গ কিলোমিটার।

ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক কর্মকাণ্ডে মবিন মোহাম্মদ একটি উজ্জ্বল নাম। কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মবিন মোহাম্মদ ব্যবসার পাশাপাশি ফিনিশ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৯৩ সালে তিনি ফিনল্যান্ডে পাড়ি দেন।

এডিবি/