ন্যাভিগেশন মেনু

আদি রূপ ফিরবে পানাম নগর: সংস্কৃতি প্রতিমন্ত্রী


পানাম নগরের আদি রূপ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আয়োজিত 'পানাম নগরের ১৩ নং ভবনের গবেষণামূলক পাইলটিং কাজ' উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে পানাম নগরের আদি রূপ ফিরিয়ে আনা হবে। সেজন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদদের দ্বারা 'গবেষণামূলক পাইলটিং' কাজের অংশ হিসেবে শুরু হয়েছে ১৩ নং ভবনটির সংরক্ষণের কাজ।’

তিনি বলেন, ‘পাইলটিং কাজটি সফল হলে এবং দেশ-বিদেশের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদগণ এটিকে আদর্শ হিসেবে বিবেচনা করলে পর্যায়ক্রমে পানাম নগরের অন্যান্য ভবনসমূহও সংস্কার-সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে।’

এমআইআর/ওআ