ন্যাভিগেশন মেনু

ফুটবলের নতুন মৌসুম ২২ ডিসেম্বর থেকে


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে দেশ। চলমান করোনা পরিস্থিতি স্থবির করে দিয়েছে মৌসুমের ঘরোয়া ফুটবল। এরমধ্যেই ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম।

করোনার কারণে ফুটবলের নতুন মৌসুমে দলবদলেও ছিলো না কোনো চমক। আগের ফুটবলারদের সঙ্গেই যোগ দিয়েছেন দু'একজন।

প্রথমবারের মতো ফুটবলের বড় পরিসরে যাত্রা হচ্ছে একেবারেই নতুনদের।

শেখ রাসেল, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোতে আট থেকে ৯ জন করে যোগ দিয়েছেন প্রতিশ্রুতিশীল নবীন ফুটবলার। যাদের বেশিরভাগই এসেছেন বিকেএসপি, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ও বয়সভিত্তিক দল থেকে।

এ প্রসঙ্গে মোহামেডানের কোচ শেন লিন সংবাদমাধ্যমকে জানান, 'এ মৌসুমে আমাদের ক্লাবে যে সব তরুণদের নেওয়া হয়েছে তারা সবাই বেশ ভালো। সময় নিয়ে ওদের পরিচর্যা করলে এ মৌসুমে না হলেও আগামী মৌসুমে এর সুফল পাবে ক্লাবগুলো।'

ওয়াই এ/এডিবি