ন্যাভিগেশন মেনু

ফেডারেশন কাপ মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর


২০২০-২১ মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফের নির্বাহী কমিটি নির্বাচিত হওয়ার পর কমিটির প্রথম সভায় নতুন মৌসুমের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাফুফে সূত্রে জানা যায়, ‘ফুটবলের নতুন মৌসুমের দলবদল শুরু হবে ১ নভেম্বর। আর শেষ হবে ১৫ ডিসেম্বর। খেলোয়াড়দের রেজিস্ট্রেশন শেষ হওয়ার চারদিন পর শুরু হবে প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ।’

সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২০-২১ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে ক্লাবগুলো। এদের মধ্যে ন্যূনতম একজন এশীয় খেলোয়াড় থাকতে হবে। কোনো ক্লাব কোনো খেলোয়াড় ছাড়তে চাইলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ওই খেলোয়াড়কে জানাতে হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, গত মৌসুমের চুক্তিবদ্ধ ফুটবলারদের পুরনো ক্লাবেই খেলতে হবে। তবে সমঝোতার মাধ্যমে ক্লাব পরিবর্তন করতে পারবেন তারা। ২৯ অক্টোবরের মধ্যে ক্লাবগুলো যে খেলোয়াড়দের ছেড়ে দেবে, তাদের নাম জানিয়ে দিতে হবে।

এছাড়া ফুটবলারদের পারিশ্রমিক নিয়েও সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। নতুন মৌসুমে পারিশ্রমিক ধরা হয়েছিল আগের মৌসুমের ২৫ ভাগ। তবে পরে সেটি করা হয়েছে ৩৫ ভাগ।  গত মৌসুমের খেলোয়াড়দের চুক্তির ন্যূনতম ৩৫ শতাংশ অর্থ চলতি মৌসুমে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃক সাইনিং মানি হিসেবে প্রদান করা হবে।

২০২০-২১ মৌসুমের জন্য ঢাকা ও এর আশপাশে মোট ৬টি স্টেডিয়াম (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম- নরসিংদী, বিকেএসপি  ও কুমিল্লা জেলা স্টেডিয়াম) পর্যবেক্ষণ করছে পেশাদার লীগ কমিটি। এগুলোর মধ্য থেকেই ৩-৪ টি ভেন্যু চূড়ান্ত করা হবে।

ওয়াই এ/এডিবি