ন্যাভিগেশন মেনু

ফেনীতে সাড়ে ৩ কেজি সোনাসহ আটক ১


ফেনীতে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বারসহ নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধারকৃত সোনার আনুমানিক দাম দুই কোটি টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরায় চেকপোস্ট বসানো হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পেয়ে একটি প্রাইভেটকার মোড় ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পরে প্রাইভেটকারটিকে ধাওয়া করে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে গাড়ি ও তাকে তল্লাশি করে ৩০টি সোনার বার উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম জানান, চট্টগ্রামের নিউ মার্কেটের দত্ত জুয়েলার্সের হয়ে ফেনীর পাঁচটি জুয়েলারি দোকানে এ সোনার বার সরবরাহ করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন তিনি।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জুনায়েদ জাহেদী বলেন, ফেনী মডেল থানায় মামলা পর আসামিকে হস্তান্তর করা হবে।

সিবি/এডিবি