ন্যাভিগেশন মেনু

দেশের পাঁচ অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ


দেশের পাঁচটি অঞ্চল গোপালগঞ্জ, কুমিল্লা, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে।

দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা বিরাজ করছে তেঁতুলিয়ায়। পঞ্চগড়ে পাঁচদিন ধরে টানা শৈত্যপ্রবাহ বইছে। শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সিবি/এডিবি