ন্যাভিগেশন মেনু

ফের বাড়ছে তাপমাত্রা


’ফণী’ ও নিম্নচাপের কারণে গত তিন দিন দেশব্যাপী তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে আগামী কয়েক দিন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় আপাতত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।

এছাড়া দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।  

তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছৃ জেলায় বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে।

আরো পড়ুনঃ 

বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা