ন্যাভিগেশন মেনু

করোনার কারনে এবার বাতিল 'ফোক ফেস্ট'


সকল প্রস্তুতিও নেওয়া সত্ত্বেও মহামারি করোনাভাইরাসের কারণে আটকে গেলো 'ফোক ফেস্ট'। 

দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর চলতি বছরের আসর বাতিল করা হয়েছে । 

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের প্রয়োজনীয় সকল অনুমতি নেওয়া হয়েছিলো। উৎসব বাতিল করার কোনো পরিকল্পনা ছিলো না। কিন্তু করোনার কারণে ঝুঁকি রয়েছে। তাই শেষ পর্যন্ত এ বছর উৎসব আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে 'ফোক ফেস্ট' আয়োজনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

২০১৫ সাল থেকে প্রতি বছর রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে।

এস এ /এডিবি