ন্যাভিগেশন মেনু

বেড়ায় মহান বিজয় দিবস উদ্যাপনে নানা আয়োজন


পাবনার বেড়ায় বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে পালিত হচ্ছে ৪৯ তম মহান বিজয় দিবস। রাজনৈতিক,সামাজিক,শিক্ষা প্রতিষ্ঠান,বীর মুক্তিযোদ্ধা কমান্ড সহ সরকারি -বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান দিন ব্যাপি ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

রক্তের গ্রুপ নির্ণয়,মাস্ক বিতরণ,চিকিৎসা সেবা প্রদান,শীতবস্ত্র বিতরণ,আলোচনা সভা ও মুক্তিযুদ্ধো বিষয়ক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই মহান বিজয় দিবস ।

দিনের প্রত্তুষে জাতীয় পতাকা উত্তোলন,বেড়া কেন্দ্রিয় শহীদ মিনার ও শহীদের কবরে পুস্পস্তবক অপর্ণ সামাজিক দুরত্ব বজায় রেখে বিজয় র‌্যালী বের করা হয়। বেড়া রক্তদান ইউনিট উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সংস্থা বেড়া শাখা দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান,বেড়া বিবি সরকারি হাই স্কুলের ১৯৯২ সালের এসএসসি ব্যাচ পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ড বেড়া শাখা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন।

গণসংহতি আন্দোলন বেড়া অঞ্চল ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়া শাখা শহীদের কবরে পুস্পস্তবক অপর্ণ ও আলোচনা সভা করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ বেড়া উপজেলা কমিটি ও পৌর কমিটি ও বেড়া উপজেলা প্রশাসন কেন্দ্রিয় শহীদ মিনার ও  বেড়া বিবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ আব্দুল খালেকের কবরে পুস্পস্তবক অপণ করেন।

শহীদ আব্দুল খালেকের কবরে স্পুস্পস্তবক অপর্ণ ও শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন স্বরাষ্ট্রমন্ত্রানালয় সর্ম্পকিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি পাবনা-১ আসনের সাংসদ এ্যাড.শামসুল হক টুকু,উপজেলা নিবাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী,বেড়া পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ আব্দুল মান্নান মানুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সিবি/ওআ