ন্যাভিগেশন মেনু

ফের শীর্ষে তামিম


শ্রীলংকার বিপক্ষে টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ৭২ ম্যাচে মুশফিকের রান ছিলো ৪ হাজার ৫৩৭।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করার মধ্য দিয়ে মুশফিককে পেছনে ফেলেন তামিম। ৪ হাজার ৫৯৮ রান নিয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন তিনি।

তবে একই ম্যাচে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন মুশফিক। সেই ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ৯৮ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলার সুবাদে ৪ হাজার ৬৭০ রান নিয়ে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন তামিমই।

অন্যদিকে, ৫৭ ম্যাচে ৩ হাজার ৯৩০ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ অবস্থানে থাকা বর্তমান অধিনায়ক মোমিনুল হক সৌরভের রান ৪৩ ম্যাচে ৩ হাজার ১৯৮।

এমআইআর/এডিবি