ন্যাভিগেশন মেনু

ফের সরকার গড়ছেন মোদীই


ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপ মোটামুটি সত্যি হতে চলেছে। এবারও সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।  

ভোট গণনার দু’ঘণ্টা পার না হতেই দেখা যাচ্ছে  দেশটির ৫৪২টি আসনের মধ্যে বিজেপি ৩৩৩টি আসনে এগিয়ে রয়েছে।

আর কংগ্রেস ৯৯ আসনে এগিয়ে আছে। তৃণমূল ২৩, বাম ৪ এবং ৭৯ আসনে এগিয়ে আছে। অবশ্য বিজেপি বড় ব্যবধানে অন্যান্য দল থেকে এগিয়ে থাকলেও আগের বারের চেয়ে ৩৬টি আসনে তারা পিছিয়ে।

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের সপ্তম শুরু হয় ১১ এপ্রিল ও শেষ দফার ভোট গ্রহণ করা হয় ১৯ মে।

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে ৭৮টি আসনের মধ্যে  বিজেপি ও তার জোটসঙ্গীরা ৫৭টি আসনে এগিয়ে। এ রাজ্যে দীর্ঘদিনের শত্রুতা ভুলে জোট করেছিল বহুজসন সমাজ পার্টি ও সমাজাবাদী পার্টি। ভোট গণনার চলমান প্রবণতা বলছে, এ জোটের ফল ভালো হয়নি।

পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ২৩টিতে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। গতবার মাত্র দুটি আসন পাওয়া বিজেপি এবার ২৩ আসনে এগিয়ে। এ রাজ্যে ১টি  আসনে এগিয়ে কংগ্রেস।

এ দুটো রাজ্য ছাড়া বিজেপি যেসব রাজ্য এগিয়ে আছে-  এর মধ্যে আছে রাজস্থান, কর্ণাটক, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, গুজরাট, হরিয়ানা ও মহারাষ্ট্র।

নির্বাচনকালীন বুথ ফেরত জরিপগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন জোটের বিজয়ের আভাস দিয়েছিল। গণনা শেষে যে প্রাথমিক ফলাফল ভারতীয় সংবাদমাধ্যমগুলো দিচ্ছে- সেখানেও ক্ষমতাসীন বিজেপির বিপুল ব্যবধানে এগিয়ে থাকার তথ্য আসছে।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে নির্বাচন হয়েছে এবার। সরকার গঠন করার জন্য কোনো দল বা জোটকে ২৭২টি আসন পেতে হবে।

 এদিকে নরেন্দ্র মোদীর টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের সম্ভাবনায় ভারতের পুঁজিবাজারের সূচক বৃহস্পতিবার ইতিহাসের প্রথমবারের মত ৪০ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে।

১১ এপ্রিল শুরু হয়ে গত ১৯ মে শেষ হয় ভারতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। ৯০ কোটি ভোটারের জন্য নয় লাখ কেন্দ্রে মোট সাত পর্বে এই ভোটগ্রহণ চলে।

ভারতে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের পর সঙ্গে সঙ্গে গণনা হয় না। ব্যালট বাক্স কিংবা ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো (ইভিএম) কঠোর নিরাপত্তায় সংরক্ষিত থাকে বিভিন্ন রাজ্যের ‘স্ট্রংরুমে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয় সেই ভোট গণনা।

এদিকে ভোট শেষে গণনা শুরুর আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয় বিরোধী দলগুলো। তবে নির্বাচন কমিশন তাদের সেই আশঙ্কা উড়িয়ে দেয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে টানা দ্বিতীয় বিজয় উদযাপনে প্রস্তুতি নিচ্ছে বিজেপির নেতাকর্মীরা।

দিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখানে লাড্ডু, কেক আর মিষ্টি নিয়ে বিজয় মিছিলের জন্য প্রস্তুত নেতাকর্মীরা।

২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি ব্যাপক  সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তারা পায় ২৮২ আসন। আর বিজেপি জোট পায় ৩৩৪টি আসন।

অপর দিকে কংগ্রেস পেয়েছিল শুধু ৪৪টি আসন। জোটে তারা পায় ৬০টি আসন। অন্যান্যরা পায় ১৪৯টি আসন।