NAVIGATION MENU

ফেসবুকে আর ভূয়া খবর নয়


এবার মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ বন্ধ করতে নতুন সিকিউরিটি গাইডলাইন আনতে যাচ্ছে ফেসবুক। এ উদ্দেশ্যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ও অ্যাড পলিসিতে কিছু পরিবর্তনে পদক্ষেপ নেবে তারা।

এই পদ্ধতিতে সহজেই ফেক অ্যাকাউন্ট, জঙ্গিমূলক ও বিদ্বেষমূলক বার্তার ছড়ানো বন্ধ করা যাবে। ভুয়া সংবাদ বন্ধে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে ফেসবুক।

এজন্য ভুল ও বিদ্বেষমূলক বার্তা ছড়ানোয় একাধিক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করেছে ফেসবুক। উসকানিমূলক বার্তা যে পেজ বা প্রোফাইলগুলি দিচ্ছে তাদের নিউজ ফিড আটকে দিচ্ছে সংস্থাটি। পাশাপাশি ব্যবহারকারীদের নিজেদের পছন্দের খবর বা নিউজ ফিড বেছে নেওয়ার স্বাধীনতাও দিয়েছে ফেসবুক।

যে কোনও খবর না পোস্টের নিচে ‘রিলেটেড আর্টিকল’-এ খবরটির সত্যতা সম্পর্কে অন্যদের মতামত তুলে ধরা হচ্ছে। ফলে এক্ষেত্রে বিভ্রান্তি ছড়ানোর সম্ভাবনা কম থাকছে।

এসএস