ন্যাভিগেশন মেনু

ফ্রান্সের হয়ে খেলার ‘ইচ্ছা নেই’ পগবার


ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম বিদ্বেষী মন্তব্যর জেরে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন মুসলিম ফুটবলার পল পগবা।

যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য সান মধ্যপ্রাচ্য ভিত্তিক ওয়েবসাইট ওয়ান নাইনটি ফাইভ স্পোর্টসের বরাত দিয়ে এমনই সংবাদ প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গেল শুক্রবার ম্যাক্রোঁ তার বক্তব্যে ইসলাম ও মুসলিমদের প্রতি আরও আক্রমণাত্মক মন্তব্য করেন। ফ্রেঞ্চ প্রেসিডেন্টের এমন বক্তব্যের পরই দেশটির হয়ে বিশ্বকাপ জয়ী তারকা পগবা জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিতে চলেছেন।’

প্রসঙ্গত, গত শুক্রবার এক অনুষ্ঠানের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমরা ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ করবো না। ইসলামি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।’

এমআইআর/ওআ