ন্যাভিগেশন মেনু

ফ্রান্সে লকডাউন শিথিল হচ্ছে ১৫ ডিসেম্বর থেকে


করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পিক লেভেল (সর্বোচ্চ স্তর) পার হওয়ায় আগামী ১৫ ডিসেম্বর থেকে লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ কথা জানিয়েছেন।

ম্যাক্রোঁ জানিয়েছেন, ‘উৎসবের মৌসুমকে সামনে রেখে আগামী ১৫ ডিসেম্বর থেকে লকডাউন শিথিল করা হবে। সিনেমা হলগুলো পুনরায় খুলে দেওয়া হবে এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’

তিনি জানিয়েছেন,  ‘লকডাউন শিথিল হলেও বার এবং রেস্টুরেন্ট আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বন্ধই থাকবে।’

তিনি আরও জানিয়েছেন, ‘করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এছাড়া করোনা ঠেকাতে ক্রিসমাস ও নিউ ইয়ারের শুরুতে রাত ৯টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত কারফিউ থাকতে পারে।’

চলতি মাসের শুরু থেকেই দ্বিতীয় লকডাউন জারি রেখেছে ফ্রান্স। শুধুমাত্র কাজের উদ্দেশে, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, মেডিকেল সহায়তা এবং এক ঘণ্টা ব্যয়ামের জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছে লোকজন।

ওয়াইএ/এডিবি