ন্যাভিগেশন মেনু

ফ্লাইট বিভ্রাটে বিএসএফ-বিজিবি বৈঠক হয়নি


বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি-বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের বৈঠক (ডিজিএলটি) পিলখানায় বিজিবি সদর দপ্তরে হওয়ার কথা ছিল আজ রবিবার থেকে। তবে ছয় দিনব্যাপী এ বৈঠক শুরুর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বিএসএফ-এর পরিবহনজনিত সমস্যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানিয়েছে, উড়োজাহাজের কারিগরি সমস্যার কারণে বিএসএফ প্রতিনিধিদল আজ ঢাকায় আসতে পারছেন না। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে,  ‘আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি/কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার প্রেক্ষিতে আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব উড়োজাহাজ নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল।

কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ-এর উড়োজাহাজের কারিগরি সমস্যার কারণে বিএসএফ প্রতিনিধিদল আজ ঢাকায় আসতে  পারছেন না। সম্মেলনের কার্যক্রম শুরুর বিষয়টি এখনো অনিশ্চিত জানিয়ে বলা হয়েছে, ‘এ প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর ২০২০) অনুযায়ী আজ থেকে ডিজিএলটি-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না এবং পরিবর্তিত সময়সূচী অদ্যাবধি নিশ্চিত করা যায়নি।

এস এস