ন্যাভিগেশন মেনু

বগুড়ায় এএসপি পরিচয়ে কলেজছাত্রীকে বিয়ে, গ্রেপ্তার প্রতারক


বগুড়ায় নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে সহকারী পুলিশ সুপারের (এএসপি) পরিচয়ে বিয়ে করায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ভুয়া এএসপি গাজীপুর জেলার কামারজুরী এলাকার মৃত ফজলুল হকের ছেলে এবং দুই সন্তানের জনক আব্দুল আলীম।

এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে, এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

এলাকাবাসী জানান, গত কয়েক মাস আগে সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ীর রফিকুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ের (১৭) সাথে পুলিশের এএসপি পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতারক আলীম। এরমধ্যে গত ১৮ জুন কলেজছাত্রীকে তিন লাখ ৫০ হাজার ৫০০ টাকা মোহরনায় রেজিস্ট্রেশন করে বিয়ে করে ঘরসংসার করতে থাকেন।

এদিকে যুবককে পরিচয় নিয়ে সন্দেহ হলে মেয়ের পরিবার স্থানীয় এলাকাবাসী ও পুলিশে খবর দেয়।  খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধার পর পুলিশ ভুয়া এএসপি আলীমকে আটক করে থানায় নিয়ে যায়।

শুক্রবার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই ভুয়া পুলিশ নিজেকে রংপুর জেলার সৈয়দপুরের কোন এক ফাঁড়িতে দায়িত্বরত থাকার কথা বলে মেয়েটির সরলতার সুযোগ নেয়। কলেজছাত্রীর পরিবারের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, খোঁজখবর না নিয়ে মেয়েকে হঠাৎ করে কারও হাতে তুলে দেওয়া ঠিক নয়। অবশ্যই সবকিছু খবর নিয়ে ছেলে-মেয়ের বিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

এএসবি/ওয়াইএ/এডিবি/