ন্যাভিগেশন মেনু

বগুড়ায় গৃহবধুর আপত্তিকর ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার


বগুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধুর অশ্লীল ভিডিও হাতিয়ে নিয়ে ব্লাকমেইল করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শেরপুর উপজেলার শেরপুর প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদ মুন্না (২৫) পূণ্যাতলা শ্রীরামপুর গ্রামের জমশের আলীর ছেলে। 

সোমবার (২০ সেপ্টেম্বর) বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, শেরপুরের একটি মোবাইলের দোকানে ওই গৃহবধুকে প্রথম দেখাতেই পছন্দ করে মুন্না। পরে গোপনে গৃহবধুর ফেসবুক আইডি সংগ্রহ করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় এবং পরবর্তীতে তারা একে অপরের সাথে কথা বলা শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে ভিডিও-অডিও কলে কথা বলাসহ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে গোপন ছবি ও ভিডিও দাবি করে মুন্না। এতে প্রথমে এসব কাজে রাজি না হলেও এক পর্যায়ে মুন্নার বারবার বিয়ের প্রলোভনের কথা বিশ্বাস করে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে আসতে রাজি হয় ওই গৃহবধু।

এই সুযোগে অ্যাপের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে মুন্না। পরে সেই ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধুকে শারীরিক সম্পর্ক বাধ্য করার জন্য ব্লাকমেইল করতে থাকে। একপর্যায়ে ওই গৃহবধু বগুড়া ডিবি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ডিবি পুলিশের সাইবার টিম তথ্য প্রযুক্তির সাহায্যে শেরপুর থেকে মুন্নাকে গ্রেপ্তার করে। 

বগুড়া পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তীর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি বগুড়ার ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ'র নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান,  গ্রেপ্তারকৃত মুন্নার বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

আটককৃত প্রতারকের মোবাইল ফোন প্রাথমিক বিশ্লেষণে একাধিক মেয়ের কাছ থেকে কৌশলে নগ্ন ছবি সংগ্রহের  প্রমাণ পাওয়া গেছে।

এএসবি/সিবি/এডিবি/