ন্যাভিগেশন মেনু

বগুড়ায় চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৪


বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে চোরাই ৪১টি মোবাইলসহ ৪ চোরকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা সংস্থা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

এর আগে (১৬ জুন) বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ার হেলাল উদ্দিনের ছেলে মোখছেদুর রহমান ওরফে মিনার (২৯), শহরের চেলোপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৮), জহুরুলপাড়া কসাইপট্টি এলাকার দুলাল মন্ডলের ছেলে রায়হান মন্ডল (২৩), ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নওড়া ভাদুলিয়া এলাকার মৃত ইদ্রিস শেখের ছেলে রফিকুজ্জামান (৩৫)।

পুলিশ জানায়, বগুড়া শহরের চেলোপাড়া, জহুরুলপাড়া, কসাইপট্টি, রেলওয়ে হকার্স মার্কেট সহ বিভিন্ন এলাকায় মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্রান্ডের ৪১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় মোবাইল চোরাকারবারি ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মোখছেদুর রহমান ওরফে মিনার ও মোঃ রায়হান মন্ডলের বিরুদ্ধে বগুড়া সদর ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ৪ টি ডাকাতীর প্রস্তুতি সহ বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী এরা।

এ এস বি / সিবি/ এস এস