ন্যাভিগেশন মেনু

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২


বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রবিবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান হোসেনের স্ত্রী নীলা পারভিন (৩০) ও ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে অর্পিতা সাহা (২৮)।

আহতরা হলেন- শেরপুরের ইউসুফ আলী (২৭) ও ধুনটের টুকটুকি সাহা (২৮)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শেরপুরের চান্দাইকোনা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বগুড়ার বনানীতে যাওয়ার পথে শেরপুরের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকার মহাসড়কে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় যাত্রী নীলা পারভিনের। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আহত আরেক যাত্রী অর্পিতার সাহার মৃত্যু হয়।

ওয়াই এ/ এডিবি