ন্যাভিগেশন মেনু

বগুড়ায় দূর্বত্তের ধারালো অস্ত্রের আঘাতে প্রাইভেট কার চালক নিহত


বগুড়ায় দূর্বত্তের ধারালো অস্ত্রের আঘাতে খায়রুল ইসলাম সুমন (২৮) নামে এক প্রাইভেট কার চালক নিহত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের শেরপুর রোডে কানছগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খায়রুল রংপুর শহরের সাতগাড়া মিস্ত্রী পাড়ার আব্দুল খালেকের ছেলে। তিনি বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় বসবাস করে তার নিজস্ব প্রাইভেট কার ভাড়ায় চালাতেন।

পুলিশ জানান, রাত সাড়ে ১০টার পর থেকেই ওই প্রাইভেট কারটি শেরপুর রোডে কানছগাড়ি এলাকায় অপেক্ষা করছিল। রাত ১১টার দিকে দুই যুবক গাড়ীতে বসা অবস্থায় খায়রুল ইসলাম সুমনের উপর হামলা করে। এসময় সে গাড়ি থেকে নেমে দৌড়ে একটি ফার্মেসির দোকানে প্রবেশ করে আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় ওই দুই যুবক ফার্মেসির ভিতরে প্রবেশ করে খায়রুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে অভিযান অব্যহত হয়েছে।

সিবি/ওআ