ন্যাভিগেশন মেনু

বগুড়ায় নতুন করে আরও ৬৮ জনের করোনা সনাক্ত


বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৮ জনের করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে বগুড়ায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭৫ জনে। জেলায় এ পর্যন্ত করোনায় নতুন করে ৮৬ জনসহ মোট সুস্থ ১ হাজার ২৩ জন এবং নতুন ১ জনসহ মারা গেছেন ৬২ জন।

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম।

নতুন করে আক্রান্ত ৬৮ জনের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৪৭ জন। এছাড়া শেরপুর উপজেলার ১২ জন, শাজাহানপুর উপজেলার ছয়জন, শিবগঞ্জ উপজেলার দুইজন ও কাহালু উপজেলার ১ জন রয়েছেন।

ডা. ফারজানুল জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা হলে ২৬ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৪টি নমুনার মধ্যে ৪২ জনসহ মোট ৬৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ওয়াই এ/এডিবি