ন্যাভিগেশন মেনু

বগুড়ায় লকডাউনের চতুর্থদিনে মানুষের চলাচল বেড়েছে


বগুড়ায় লকডাউনের চতুর্থদিনে বগুড়ায় মানুষের চলাচল বেড়েছে তার সাথে বেড়েছে যানবাহন চলাচল। শহরে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক চলাচল করছে, সড়ক মহাসড়কেও পণ্যবাহী যানবাহনসহ ব্যক্তিগত পরিবহন চলাচল বেড়েছে।

সোমবার (২৬ জুলাই) দেখা যায়, নানা অজুহাতে শহরে আসছে মানুষ, ওষুধ কেনা, বাজারে যাওয়াসহ বিভিন্ন কারণ দেখিয়ে শহরে আসছেন তারা। শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের চেকপোষ্ট বসেছে, তারা অহেতুক শহরে আসা মানুষদের ফিরিয়ে দিচ্ছেন।

এছাড়া র‌্যাব, সেনাবাহিনী, বিজিবির টহল অব্যহত রয়েছে। সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত সব প্রতিষ্ঠানসহ গণপরিবহন দোকানপাট, শপিংমল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বগুড়া-রংপুর মহাসড়কের লিচুতলা, মাটিডালী বিমানমোড়সহ বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করেছে। তারা পণ্যবাহী গাড়িসহ জরুরি সেবার আওতায় যানবাহন নির্বিঘ্নে চলাচলসহ লকডাউন কার্যকরে কাজ করেছেন। পাশাপাশি অহেতুক আসা যানবাহন ও জনসাধারনকে ফিরিয়ে দিচ্নছে।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক খায়রুল ইসলাম, উপ-পরিদর্শক আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন বলেন, 'পুলিশ সদস্যরা করোনার শুরু থেকে সড়কে কাজ করছে। আমরা মানুষকে সচেতন করার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে উৎসাহিত করছি।'

এদিকে লকডাউন কার্যকরে বগুড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রয়েছে। গত তিনদিনে ৪৭৫ মামলায় ৩ লাখ ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ১৫ জনসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া ৬২২টি নমুনা পরীক্ষা করে ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এএসবি/সিবি/এডিবি/