ন্যাভিগেশন মেনু

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত


বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় শামীম হোসেন (৩৪) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার ছেলে রেদওয়ান (৭)।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় এমপি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামিম মাঝিড়া সেনানিবাসে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটে (এফআইইউ) সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি মাঝিড়া বন্দর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। 

পুলিশ জানায়, রাতে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে মহাসড়ক পার হচ্ছিলেন শামীম। এ সময় নওগাঁ থেকে চট্টগ্রামগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে শামীম ও তার ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে শামীম মারা যান।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও সুপার ভাইজার পুলিশ হেফাজতে রয়েছেন।

নিহত সেনা সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

সিবি/এডিবি/