ন্যাভিগেশন মেনু

বগুড়ায় হয়রানি ও চাঁদা দাবির অভিযোগে ২ পুলিশ সদস্য প্রত্যাহার


বগুড়া সদর থানার দুই পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মোস্তফা ও কনস্টেবল (ড্রাইভার) মাহিদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। পার্কে বেড়াতে আসা লোকজনকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

এর আগে, ১৭ সেপ্টেম্বর রাতে পুলিশ সুপারের আদেশে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জানা যায়, শুক্রবার রাত ৯টার পর এএসআই মোস্তফা ও ড্রাইভার কনস্টেবল মাহিদুর মোটরসাইকেলে থানা থেকে ৭ কিলোমিটার দূরে মম ইন ইকোপার্কে যান। পার্কে আসা লোকজনকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে হয়রানি করতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল আটক করে দুই হাজার টাকা দাবি করেন তারা।

এ নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে দুই পুলিশের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আশপাশে থাকা লোকজন দুই পুলিশ সদস্যকে ঘেরাও করেন। খবর পেয়ে মম ইন ইকোপার্কের কর্মকর্তা এসে দুই পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হয়ে তাদের থানায় পাঠিয়ে দেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদেরকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ডিউটির বাইরে কাউকে না জানিয়ে তারা মম ইন ইকোপার্কে যায়। সেখান থেকে একটি অভিযোগ আসায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগটির সত্যতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

সিবি/এডিবি/