ন্যাভিগেশন মেনু

বগুড়া-৬ আসনে প্রার্থী হবেন খালেদা জিয়া


বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়া।

মা খালেদা জিয়াসহ দলের চার নেতাকে মনোনয়নপত্র নিতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে স্কাইপিতে কথা বলার সময় তিনি এ কথা জানান।

তারেক রহমান এই উপ-নির্বাচনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া অন্য যাদের মনোনয়নপত্র নিতে বলেছেন তারা হলেন- বগুড়া জেলা বিএনপির আহবায়ক জি এম সিরাজ, বগুড়ার পৌর মেয়র মাহবুবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতা রেজাউল করিম বাদশা এবং জয়নাল আবেদীন চাঁন।

মনোনয়নপত্র তোলার এ নির্দেশনার মধ্যে দিয়ে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দলের অংশ নেওয়ার বিষয়টি স্পষ্ট হলো। খালেদা জিয়ার মনোনয়ন বৈধ না হলে জি এম সিরাজই হচ্ছেন মূলপ্রার্থী বলে জানিয়েছেন দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এরই মধ্যে নির্বাচন কমিশন ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে এবং বাছাই ২৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ জুন। এছাড়া ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ জুন।

এমআইআর /এসএস