ন্যাভিগেশন মেনু

১২ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু


মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। এ রুটে ফেরি বন্ধের কারণে দুর্ভোগে পড়েন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাতায়াতকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বুধবার (৯ডিসেম্বর) সকাল ৬টায় চালু হলেও আবারও বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হলে যাত্রী দুর্ভোগ কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়,  ‘গতকাল সন্ধ্যা থেকেই কুয়াশার মাত্রা বাড়তে থাকায় ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় দিকনির্ণয়ে ব্যর্থ হওয়ায় মাঝ পদ্মায় আটকে পড়ে ৫টি ফেরি। পরে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় দেয়া হয়।’

ওয়াই এ / এস এস