ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী


বঙ্গবন্ধুর দর্শণ ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এ গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক হচ্ছেন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষের মুক্তিই ছিলো তাঁর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। পিতার এ স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

বারইপটল কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ শেখ নূর মোহাম্মদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর প্রতিক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা আমান উল্লাহ আমান, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জয়, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারন সম্পাদক আশরাফুল আলম মানিক, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারন সম্পাদক ও আওনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা প্রমুখ।

এছাড়া বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের দাশের বাড়ী-চর সরিষাবাড়ী রাস্তায় পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এমএএম/ওয়াই এ/এডিবি