NAVIGATION MENU

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এ সময় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন, শেখ সোহেল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানো শেষে শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগের নতুন কমিটি সবাই মানুষের কল্যাণে কাজ করে যাবে। দলের যেকোন সংকটে আমরা রাজপথে থাকবো। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ যাতে যুবলীগের কোন নেতাকর্মী না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এবারের পূর্ণাঙ্গ কমিটিতে এসেছে বেশকিছু নতুন মুখ। ঘোষিত কমিটিতে ২১ জনকে বিষয় ভিত্তিক সম্পাদক ও ২১ জনকে উপ-সম্পাদক পদ দেওয়া হয়েছে। ৪১ জনকে দেওয়া হয়েছে সহ-সম্পাদকের পদ, ৭৫ জন রয়েছেন নির্বাহী সদস্য।

এডিবি/