ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকীতে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে আলোচনাসভা


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তরের আয়োজনে আলোচনাসভা, দোয়া ও করোনায় অসহায় এবং দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (১৫ আগস্ট) এ উপলক্ষে প্রধান বিদ্যুৎ পরিদর্শক ও বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের মো. আক্কাস আলীর সভাপতিত্বে আলােচনাসভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলতে। কিন্তু সেদিন খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ হত্যা করতে পারেনি।

তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। আজ বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বাংলাদেশ উন্নয়ন অগ্রাযাত্রায় এগিয়ে যাচ্ছে। উন্নয়ন দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সভাপতির বক্তব্যে প্রধান বিদ্যুৎ পরিদর্শক ও বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের চেয়ারম্যান বলেন, একটি সদ্য স্বাধীন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানামুখী উদ্যোগ নিয়েছিলেন। প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বাঙালির মৌলিক অধিকার। কিন্তু স্বাধীনতাবিরোধীরা তাকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা বন্ধ করে দিয়েছিল।

তিনি বলেন, কিন্তু আজ বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখানো পথে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাচ্ছে ও যাবে। বিদ্যুৎসেবা দ্রুগতিতে এগিয়ে যাচ্ছে। প্রতিটি পরিবারকে বিদ্যুতের সুবিধার আওতায় নিয়ে আসা হচ্ছে। এজন্য নানামুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের সচিব প্রকৌশলী মো. আতোয়ার রহমান মোল্লা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার পর স্বাধীনতাবিরোধীরা বাঙালির কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। ’৭৫-এর পরবর্তী সময়ে এমন অবস্থা ছিলো, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে বঙ্গবন্ধুর নামই নেওয়া যেতো না। অথচ বঙ্গবন্ধু আমৃত্যু বাঙালির অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। নির্যাতন, নিপীড়ন ও জেল-জুলুমের মুখেও অন্যায়-অবিচারের কাছে কখনো মাথানত করেননি।

সিনিয়র বিদ্যুৎ পরিদর্শক মো. গোলাম সরওয়ার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হৃদয়ে আছেন। তার প্রতিটি দিক-নির্দেশনা আমাদের পথ চলতে উৎসাহিত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের সচিব প্রকৌশলী মো. আতোয়ার রহমান মোল্লা, সিনিয়র বিদ্যুৎ পরিদর্শক মো. গোলাম সরওয়ার, বিদ্যুৎ পরিদর্শক মো. রবিউল ইসলাম, সহকারী পরিচালক (প্রশাসন) মো. সাইফুল আলম সুজন, বিদ্যুৎ পরিদর্শক প্রবীর চন্দ্র দেবনাথ, বিদ্যুৎ পরিদর্শক এসএম আশরাফুল মোরসালিন, সহকারী বিদ্যুৎ পরিদর্শক হাসিবুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন কবির মল্লিক, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবুল হাসেম প্রমুখ।

বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আগে করোনায় অসহায় ও দুস্থ পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তর। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও তেলসহ শুকনো খাবার।

এমআইআর/এডিবি/