ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অনুমোদনহীন: ইউজিসি


বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে নীলফামারীর সৈয়দপুরে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (২৩ ডিসেম্বর) বিজ্ঞপ্তির মাধ্যমে ইউজিসি’র চাকরিপ্রার্থীদের সতর্ক করেছেন ইউজিসি।

বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০’ অনুযায়ী রাষ্ট্রপতি প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদে উপাচার্য, সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন। কাজেই এসব পদে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে নিয়োগ প্রদান করলে তা হবে সম্পূর্ণ আইনপরিপন্থী।‘

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপনের সংবাদ, জনবল নিয়োগের বিজ্ঞপ্তিসহ বিভিন্ন বিষয় ইউজিসির দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, চাকরিপ্রত্যাশীসহ সংশ্লিষ্ট সবাইকে এসব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ইউজিসি।’

এমআইআর/ওআ