NAVIGATION MENU

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: খেলোয়াড়দের করোনা পরীক্ষা শুক্রবার


আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তার আগে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হবে প্রত্যেক দলের খেলোয়াড়দের।

শুক্রবার (২০ নভেম্বর) করোনা পরীক্ষার জন্য নমুনা দেবেন টিম অফিসিয়াল, গ্রাউন্ডসম্যান ও হোটেল কর্মীসহ প্রায় ২৫০ জন।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘শুক্রবার (২০ নভেম্বর) পাঁচ দলের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হবে। নেগেটিভ ফলাফল আসাদের ২১ তারিখে জৈব সুরক্ষা বলয়ে টিম হোটেলে উঠানো হবে। এছাড়া হোটেল কর্মী এবং ৫০ জন গ্রাউন্ডসম্যানদেরও করোনা পরীক্ষা করা হবে। গ্রাউন্ডসম্যানদের থাকার জন্য মিরপুর ক্রীড়াপল্লীতে ব্যবস্থা করা হয়েছে।’

নমুনা পরিক্ষায় যাদের করোনা পজিটিভ আসবে তাদের জন্য মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি ভবনের একতলায় আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।

এবার আসরে অংশ নিচ্ছে পাঁচটি দল। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো - গাজী গ্রুপ চট্টগ্রাম, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও ফরচুন বরিশাল।

২৪ নভেম্বর থেকে পাঁচ দলের এই টি-টোয়েন্টি আসর শুরু হয়ে পর্দা নামবে আগামী ১৮ ডিসেম্বর।

এমআইআর/এডিবি